৫০০, ১০০০ রুপির নোট বাতিল নিয়ে সরকারের সিদ্ধান্তের ফলে ভারত স্বর্ণের মতো চকচক করবে বলে বিশ্বাস করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘নোট বাতিলের ফলে দেশের হিসাবহীন সম্পদ দমন করা যাবে। আমরাও এই আগুন থেকে বেরিয়ে স্বর্ণের মতো চকমক করবো। আমাদের এই আত্মবিশ্বাসের কারণ হল দেশের মানুষ’।
তবে সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষকে যে ভাগান্তি পোহাতে হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন তিনি। রেডিওতে জাতির উদ্যেশ্যে ভাষণ দিতে গিয়ে মোদি এদিন বলেন, ‘আমি বুঝতে পারছি যে নোট বাতিলের সিদ্ধান্তের ফলে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমি এও বলেছিলাম যে পরিস্থিতি স্বাভাবিক হতে ৫০ দিন সময় লাগবে। কিন্তু গত ৭০ বছরের পুরোনো দুর্নীতি ও কালো রুপির সমস্যা থেকে রেহাই পাওয়াটা অত সহজ ব্যাপার নয়। অনেক অসুবিধা সত্ত্বেও আপনাদের এই সমর্থন আমাকে স্পর্শ করেছে। নানা দিক থেকে বিভ্রান্ত করার চেষ্টা হলেও আপনারা বিচলিত হননি’।
প্রধানমন্ত্রী আরও জানান, ‘গোটা বিশ্ব এখন ভারতের দিকে তাকিয়ে রয়েছে, তারা ভাবছে যে সরকারের এই সিদ্ধান্ত সফল হবে কি না। প্রতিটি অর্থনীতিবিদই এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করছেন। কিন্তু আমি আত্মবিশ্বাসী যে নোট বাতিল ইস্যুতে ভারত সফলতা পাবে। আমাদের সরকার, ডাকঘর, ব্যাংক...সবাই মিলে কঠোর পরিশ্রম করছে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করছে। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। তবে এত কিছুর পরেও কিছু কিছু মানুষ তাদের কালো রুপিকে সাদা করতে অন্যের সহায়তা নিচ্ছে। রুপি সমস্যা মেটাতে দেশবাসীকে ক্যাশলেস প্রক্রিয়ার (নগদের ব্যবহার কমিয়ে নেট ব্যাংকিং, ডেবিট কার্ডেও ব্যবহার, ই-ব্যাংকিং)-এর ওপর জোর দিতে বললেন মোদি। তিনি বলেন আামদের স্বপ্নই হল ক্যাশলেস সমাজব্যবস্থা গড়ে তোলা। আমি জানি শত শতাংশ ক্যাশলেস পরিষেবা চালু করা সম্ভব নয়। তবে আমার বিশ্বাস আপনারা আমাকে হতাশ করবেন না’।
এদিনের অনুষ্ঠান থেকে কাশ্মীরের স্কুলে অগ্নিসংযোগের প্রসঙ্গও টেনে আনেন তিনি। মোদি বলেন, স্কুলে অগ্নিসংযোগের ঘটনা আমাদের শিশুদের ভবিষ্যত ও তাদের কেরিয়ারকে পুড়িয়ে দেওয়া সমান।
বিডি-প্রতিদিন/ ২৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ