ভারতের কর্ণাটকে এক জাপানি নারী ধর্ষণের শিকার হয়েছেন। শনিবার কোভালামে এক প্রতিবেশী ৩৫ বছর বয়সী ওই নারীকে ধর্ষণ করেন। পরে ধর্ষিতার অভিযোগের ওপর ভিত্তি করে তেজা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের ভাষ্যে, শুক্রবার কোভালামে এসেছিলেন ওই নারী। আর ধর্ষক যুবকের পরিবারের কোভালামে কারুশিল্পের দোকান রয়েছে। হোটেল কক্ষে রক্তাক্ত অবস্থায় জাপানি ওই নারীকে হোটেলের কর্মকর্তারা উদ্ধার করে থিরুভানাথাপুরামের সরকারি হাসপাতালে ভর্তি করে।
পরে পুলিশ ওই হোটেলে গিয়ে ঘটনার আলামত এবং জাপানি নারীর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। তারপরই তেজাকে গ্রেফতার করে। এ ঘটনায় ভারতীয় পেনাল কোড ৩৭৬ (ধর্ষণে শাস্তি) ধারায় তেজার বিরদ্ধে মামলা নথিভুক্ত করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৩