পরিবেশবাদীদের আন্দোলনের মুখে সুইস সরকার পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে কিনা এ বিষয়ে গণভোট করছে দেশটির সরকার। ভোটে 'হ্যাঁ' জয় পেলে আগামী ১ বছরের মধ্যে সকল পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হবে দেশটির সরকার। ২০১১ সালে জাপানের ফুকুশিমায় সুনামি পরবর্তী পরমাণু বিদ্যুৎকেন্দ্রসংক্রান্ত সমস্যার পর থেকে সুইজারল্যান্ডে পরিবেশবাদীরা আন্দোলন শুরু করে।
বিকল্প বিদ্যুতের উৎস নিশ্চিত করার পর এই বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে। কিন্তু দেশটির জনগণের চাপের মুখে গণভোটের আয়োজন করা হচ্ছে। দেশটির অধিকাংশ জনগণ পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধের পক্ষে অবস্থান নিলে আগামী বছর দেশটির দুটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু থাকবে। বাকিগুলো বন্ধ করে দিতে হবে। এতে দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা ৪০ ভাগ হ্রাস হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
বিডি প্রতিদিন/এ মজুমদার