পুরনো ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিল হওয়ায় ঝামেলায় পড়েছে জঙ্গি সংগঠনগুলো। অর্থ সংকটে তাদের চেইন ভেঙে যাওয়ার উপক্রম। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, নোট বাতিলের তিন সপ্তাহের মধ্যেই নাভিশ্বাস চরমে উঠেছে জঙ্গিদের। মোবাইল ফোন, সিম কার্ডসহ নাশকতার জন্য দরকারি কোনও জিনিসই কিনতে পারছে না জঙ্গিরা। এ পরিস্থিতিতে নতুন নোটের জন্য হন্যে হয়ে গেছে লস্কর ই তৈয়বার মতো জঙ্গি সংগঠনগুলো।
টাকার জন্য জঙ্গিরা যে কতটা মরিয়া, সেটা ২১ নভেম্বর জম্মু ও কাশ্মীর ব্যাংকের মালপোরা শাখা লুটের ঘটনা থেকেই স্পষ্ট। পুলওয়ামায় গা ঢাকা দিয়ে থাকা লস্কর জঙ্গি আরিফ দারের নেতৃত্বে আবু আলি ও আবু ইসমাইলের মতো পাক জঙ্গিরা প্রায় ১৪ লক্ষ টাকা ব্যাংক থেকে লুট করে পালায়। পুলওয়ামার এসপি মহম্মদ রায়িদ ভাট একটি সর্বভারতীয় সংবাদপত্রকে বলেছেন, ''জঙ্গিদের টাকার জোগানে যে কতটা টান পড়েছে সেটা এই ঘটনা থেকেই স্পষ্ট। নতুন নোটের জন্য হন্যে হয়ে ঘুরছে জঙ্গিরা।'' পুলিশের মতে পুরনো নোট বাতিল করে জঙ্গিদের লাইফলাইন কেটে দিয়েছে কেন্দ্রীয় সরকার।
ওই ঘটনার পর পুলিশি অভিযানে লস্কর জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিন লক্ষ টাকার নতুন নোট উদ্ধার হয়েছে, বাকি ১১ লক্ষ টাকারও খোঁজ জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, উপত্যকার জঙ্গিরা প্রতি মাসে অত্যাধুনিক মোবাইল ফোন ও সিম কার্ড কিনতে প্রচুর টাকা খরচ করে। জঙ্গিনেতারা ধরা পড়ার ভয়ে মাসে অন্তত দু’বার করে ফোন, সিম কার্ড বদলায়। ইন্টারনেট ও হ্যান্ডসেটের পিছনে এক একজন স্থানীয় জঙ্গি নেতার মাসে ১০ হাজার টাকা করে খরচ হয়। সেই হিসেবে, ১০০ জন সক্রিয় জঙ্গির জন্য দরকার প্রতি মাসে অন্তত ১০ লক্ষ টাকা। সেই টাকা জোগাড় করতে এখন জঙ্গিদের রাতের ঘুম উড়ে গেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ