ভারতের উদ্বেগ বাড়াতে পাকিস্তান নৌবাহিনীর জন্য আরও দ্রুতগতির অত্যাধুনিক রণতরী কেনার কথা ভাবছে নওয়াজ শরিফ সরকার। গোয়েদার বন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ স্কোয়াড্রনের জন্য এই সমস্ত অত্যাধুনিক যুদ্ধজাহাজ চীন এবং তুরস্ক থেকে কেনার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে পাকিস্তান।
পাকিস্তানের বন্দর নগরী করাচিতে প্রতিরক্ষা মেলা ‘আইডিয়াস ২০১৬’র মাঝে এমনটাই জানিয়েছেন পাক নৌবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। চার থেকে ছয়টি যুদ্ধ জাহাজ নিয়ে একটি স্কোয়াড্রন গঠন করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, বর্তমানে গোয়েদার বন্দরের নিরাপত্তায় দু’টি পাক নৌ বাহিনীর রণতরী মোতায়েন করা হয়েছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, এই বন্দর চালু হওয়ায় পাক নৌবাহিনীর ভূমিকা বেড়েছে। দ্রুতগতির রণতরী অবিলম্বে প্রয়োজন হয়ে উঠেছে বিবেচনায় নিয়েই নতুন যুদ্ধজাহাজ দ্রুত কেনা হবে। পাশাপাশি, শুধু পাকিস্তানই নয়, চীন এবং পাকিস্তানের তৈরি এই বন্দর করিডরের নিরাপত্তার দায়িত্বে থাকবে দুটি চীনা নৌ বাহিনীর নৌবহর। দেশের বাইরে এটাই প্রথম সামরিক ঘাঁটি হিসাবে চীন গড়ে তুলবে বলে মনে করছে। যা নিয়ে রীতিমত চিন্তিত ভারত এবং আমেরিকা।
কারণ, চীন পাকাপাকিভাবে এই বন্দরে ঘাঁটি গাড়লে সাগরে অবাধ যাতায়াত হয়ে যাবে চীনের। সেখানে দাঁড়িয়ে চীনের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর সেই কারণে ভারতের পক্ষে নিজস্ব জলসীমায় যথেষ্ট সামরিক ঘাঁটি তৈরি করতে হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন সামরিক পর্যবেক্ষকরা।
বিডি প্রতিদিন/ ২৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১১