সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে বিদ্রোহী অধিকৃত পূর্বাঞ্চল থেকে চার হাজারেরও বেশি বেসামরিক নাগরিক সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোর উদ্দেশে পালিয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা রবিবার এ কথা জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এসব বেসামরিক নাগরিক রাতের বেলা মাসাকেন হানানো জেলার দিকে যায় এবং সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঢুকে পড়ে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, সরকারি বাহিনী শনিবার মাসাকেন হানানো জেলা দখল করে। এটি ছিল আলেপ্পোতে বিদ্রোহী অধিকৃত বৃহত্তম জেলা।
এ ঘটনাকে পুরো আলেপ্পো নগরী পুনর্দখলের সরকারি প্রচেষ্টার ক্ষেত্রে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
অবজারভেটরি জানায়, পার্শ্ববর্তী হায়দারিয়া ও শাকুর জেলায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। সরকারি বাহিনী ওই এলাকায় ভারী গোলা বর্ষণ করছে।
সংস্থাটি আরও জানায়, শনিবার আলেপ্পোর বেশ কয়েকটি এলাকায় সরকারি বাহিনীর হামলা ও গোলা বর্ষণে অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
গত ১৫ নভেম্বর সরকারি বাহিনী পূর্ব আলেপ্পো পুনর্দখল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এনিয়ে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা দাঁড়ালো ২১৯-এ। এদের মধ্যে ২৭ জন শিশুও রয়েছে।
এদিকে বিদ্রোহীরাও ইতোমধ্যে সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে রকেট হামলা জোরদার করেছে। এতে চার বেসামরিক নাগরিক নিহত ও কয়েক ডজন লোক আহত হয়েছে।
বিদ্রোহীদের হামলায় ১৫ নভেম্বরের পর থেকে এ পর্যন্ত ১১ শিশুসহ ২৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৬