ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মিয়ানমারের দূতাবাসসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার অভিযোগে আরও দুই জঙ্গিকে আটক করা হয়েছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, আটক এই জঙ্গিরা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে এসব আক্রমণের পরিকল্পনা করেছিল। খবর বিবিসির।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করার দাবিতে গত শুক্রবার ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে হাজার হাজার মুসলমান বিক্ষোভ করেছে। বিক্ষোভ হয়েছে জাকার্তায় মিয়ানমারের দূতাবাসের সামনেও।
ইন্দোনেশিয়ায় পুলিশের একজন মুখপাত্র বলেছেন, গত সপ্তাহে আটক সন্দেহভাজন একজন বোমা প্রস্ততকারকের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দু'জনকে আটক করা হল।
ধারণা করা হচ্ছে, আটক এই তিনজন জঙ্গিই ইন্দোনেশিয়ায় এমন একটি সংগঠনের সাথে জড়িত যারা তথাকথিত ইসলামিক স্টেটকে সমর্থন করছে।
জাকার্তায় মিয়ানমার দূতাবাস ছাড়াও তারা ইন্দোনেশিয়ার পার্লামেন্ট, পুলিশ সদর দফতর, টেলিভিশন স্টেশনের ওপর হামলার পরিকল্পনা করছিল বলে পুলিশ জানিয়েছে।
এর আগে, ২০১৩ সালেও রোহিঙ্গাদের ওপর নির্যাতন প্রতিশোধ হিসেবে মিয়ানমার দূতাবাসে হামলার পরিকল্পনা করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/মাহবুব