মদ্যপানে অতিষ্ট হয়ে উঠেছিল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিহারে যেমন সরাসরি মদ নিষিদ্ধ করার আইন হয়েছে, কড়াকড়ি হয়েছে, সেটা রাজধানী দিল্লিতে করা সহজ হবে না। কিন্তু দিল্লির রাস্তা মদ খেয়ে মাতলামি আগের থেকে অনেক বেড়ে গিয়েছিল। বাড়ছিল অপরাধের মাত্রা। এমনকি দুর্ঘটনাও। তাই বসে না থেকে প্রচলিত আইনেই কিছুটা কড়কড়ি শুরু করেছে দিল্লি পুলিশ।
তাই প্রকাশ্যে মদ্যপানের বিরুদ্ধে একটি অভিযান চালিয়ে রাজ্য পুলিশ। তার আগে রীতিমতো ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই হুমকি বা হুশিয়ারিকে অনেকেই পাত্তা দেননি। তাই গত ৭ দিন ধরে চলছিল ধরপাকড়। পুলিশ সূত্রের খবর, এই ৭ দিনে ৩৬০ মদ্যপকে গ্রেফতার করা হয়েছে। এভাবে আচমকা অভিযানের সমালোচনাও হয়েছে।
কিন্তু দিল্লি পুলিশের বক্তব্য, সারা বছর হয়ত এত সজাগ থাকা সম্ভব নয়। তবে রাস্তায় এই মাতলামি যদি কিছুটা কমানো যায়, তাহলেই অনেক দুর্ঘটনা এড়ানো যাবে। সূত্র: আজকাল
বিডি-প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/মাহবুব