ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০ এবং ১০০০ টাকা বাতিলের পেছনে সাম্প্রদায়িক কারণ আছে বলে মনে করেন কংগ্রেসের আইনজীবী নেতা কপিল সিব্বল। তার মতে, নোট বাতিলের সিদ্ধান্ত ইসলাম ধর্মের পরিপন্থী। শনিবার লক্ষ্ণৌতে কংগ্রেসের সংখ্যালঘু শাখার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন কপিল।
নিজের বক্তব্যের পক্ষে যথার্থ যুক্তিও দেখিয়েছেন তিনি। কপিল সিব্বলের কথায়, ইসলাম ধর্মের শরিয়া আইন অনুসারে সুদ নেয়া নিষিদ্ধ। সেই কারণে অনেক মুসলিম ব্যাংক অ্যাকাউন্ট খোলেন না। কিন্তু, দেশে নোট বাতিলের কারণে সকলকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। অন্যথায় অচল টাকা সচল হবে না। ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে খুব স্বাভাবিকভাবেই সেখানে যোগ হবে ব্যাংকের সুদ।
কংগ্রেসের এ নেতা আরও বলেন, নোট বাতিলের কারণে দেশের মুসলিমরা খুব সমস্যায় পড়েবে। দেশে কালো ও জাল টাকার রমরমা রুখতে এবং সন্ত্রাসবাদ নির্মূল করতে ৫০০-১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু এই প্রক্রিয়ায় সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়।
বিডি প্রতিদিন/২৮ নভেম্বর, ২০১৬/ফারজানা