অত্যন্ত সঙ্কটজনক অবস্থা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও এআইএডিএমকে নেত্রী জয়রাম জয়ললিতা (৬৮)। অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করে তার শিরায় রক্ত চলাচল স্বাভাবিক করা হলেও ক্রমশ অবনতি হচ্ছে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা। তার হৃদযন্ত্র সচল রাখতে হার্ট পাম্পিং মেসিন ও লাইফ সাপোর্ট মেসিন বসানো হয়েছে।
চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, জয়ললিতার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আগামী ২৪ ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে মুখ্যমন্ত্রীকে।
পরিস্থিতি ক্রমশ অবিনতি হওয়ায় লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা। সোমবার সকালেই চেন্নাইয়ে উড়ে এসেছেন দিল্লির এইমস হাসপাতালের দুই জন হৃদরোগ বিশেষজ্ঞ ও দুইজন ফুসফুস বিশেষজ্ঞের এক প্রতিনিধি দল।
ডিহাইড্রেশন, জ্বর ও ফুসফুসের সংক্রমন নিয়ে গত ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের এই হাসপাতালে ভর্তি হন। একটানা চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন ভারতীয় রাজনীতির ‘আম্মা’। রবিবারই দলের পক্ষ থেকে বলা হয়েছিল নেত্রী পুরোপুরি সেরে উঠছেন, খুব শিগগিরি তারি বাড়ি ফিরবেন। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এদিন সন্ধ্যায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় জয়ললিতার। নেত্রীর হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ছড়িয়ে পড়ে উদ্বেগ ও উৎকন্ঠা। রাতে হাজার হাজার এআইএডিএমকে কর্মী-সমর্থকরা ভিড় জমতে থাকে হাসপাতাল চত্ত্বরে। তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেন তারা। প্রিয় নেত্রীর জন্য হাসপাতালের বাইরেই রাত কাটান তারা। আম্মার শারীরিক অবস্থার কথা জানার পর রাতেই কুড্ডালোর জেলায় নেলাগন্দল নামে এক এআইডিএমকে সমর্থকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। টেলিভিশন সেটে জয়ললিতার খবর দেখার পরেই আচমকা বুখে ব্যাথা অনুভব করেন তিনি। মুহুর্তের মধ্যেই প্রাণ হারান নেলাগন্দল।
সোমবার সকাল হতেই ফের অ্যাপোলো হাসপাতালে আসতে থাকেন রাজ্যটির শীর্ষ মন্ত্রী, দলের বিধায়ক ও নেতারা। মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবরে রাজ্যের প্রতিটি স্কুল বন্ধ রাখা হয়েছে। একাধিক স্কুল-কলেজে এদিন পরীক্ষা বাতিল করা হয়েছে। মুম্বাইয়ের ধরাবিতে শক্তি বিনায়াগর মন্দিরে আন্নার আরোগ্য কামনায় পুজো দেয় দলের সমর্থকরা। সকলের মুখেই একটা কথা-‘আম্মা, দয়া করে আমাদের ছেড়ে চলে যাবেন না’।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দেপাধ্যায় থেকে শুরু করে তামিলনাড়ুর বিরোধী দল ডিএমকে প্রধান এম.করুণানিধি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর সহ সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। জয়ললিতার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে অ্যাপোলো হাসপাতাল ও তামিলনাড়ু রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে.পি.নাড্ডা।
শিরোনাম
- সারাদেশে টাইফয়েড টিকা দেওয়া শুরু আজ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় ৬০ জনের বেশি নিহত
- যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত বিদেশিদের গ্রহণ করল গুয়াতেমালা
- ওমানকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো আরব আমিরাত
- গোড়ালির চোটে ছিটকে গেলেন এমবাপে
- ঝিনাইদহে বিএনপির উদ্যোগে পূজা পুনর্মিলনী
- আন্দোলনের মুখে র্যাগিংয়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল
- সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের টার্গেট ১৯১ রান
- রবিবার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- ‘নির্বাচনে কোন দল এলো, না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়’
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন
- করতোয়া নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
- ‘বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে’
- পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না : মঈন খান
- সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর
- নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল
- রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- চিরনিদ্রায় শায়িত সৈয়দ মনজুরুল ইসলাম
জয়ললিতার অবস্থা সঙ্কটজনক, সমর্থকদের প্রার্থনা
দীপক দেবনাথ, কলকাতা:
অনলাইন ভার্সন

বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর