ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার গভীর রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে জয়ললিতা মৃত্যু হয়।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জয়ললিতাকে ‘পিপলস লিডার’ উল্লেখ করে তার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন। টুইটারে প্রণব লেখেন,
টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে মোদি লেখেন,
জয়ললিতার মৃত্যুতে শোকস্তব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। টুইট করে তিনি বলেন,
বিডি প্রতিদিন/ ৬ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম