মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে আমেরিকায় মুসলিমরা যাতে নিরাপদে থাকতে পারে তা নিশ্চিত করার জন্য তাকে খোলা চিঠি পাঠাল আমেরিকায় বসবাসকারী তিনশ মুসলিম৷ এই স্বাক্ষরকারীদের তালিকায় রয়েছেন আমেরিকার মুসলিম নেতা থেকে ইমামরা পর্যন্ত৷
এফবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালে আমেরিকায় ঘটেছে প্রায় ৬৭ শতাংশ অ্যান্টি-মুসলিম অপরাধ৷ তাই ট্রাম্পের শাসনকালে নিজেদের নিরাপত্তা নিশ্চিত কার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন স্বাক্ষরকারীরা৷
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মুসলিম বিরোধী বিভিন্ন বক্তব্যে উত্তেজনার পারদ চড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ সার্দান পোভার্টি ল সেন্টারের রিপোর্ট অনুযায়ী নির্বাচনের দশ দিন আগে ৮৬৭টি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল৷ আর তারমধ্যে ৬ শতাংশই ছিল মুসলিমদের বিরুদ্ধে৷ ফলে চিঠিতে উল্লেখ করা হয়েছে অন্যান্য আমেরিকানদের মতই বসবাসকারী মুসলিমদেরও সমানাধিকার নিশ্চিত করার বিষয়টি৷
বিডি-প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৪