৯০ কোটির বাংলো, নগদ প্রায় ৯০ কোটি টাকা, ৩ কোটি টাকা মূল্যের ১২০০ কেজির মত রূপা। এরকম নামে বেনামে প্রচুর সম্পত্তি আছে ভারতের সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার। কিন্তু এ সম্পত্তি কে পাবে তার ব্যাপারে কোনো উইল করেননি ভারতের প্রভাবশালী এ রাজনীতিবিদ।
এ নিয়ে তাই শুরু হয়েছে গুঞ্জন, উঠছে নানা প্রশ্ন। জয়ার সব সম্পত্তির মধ্যে স্বাভাবিকভাবেই সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে তার বাংলো। ১৯৬৯ সালে মাত্র ১.৩২ লক্ষ টাকার বিনিময়ে এই বিশাল প্রাসাদটি কিনেছিলেন জয়ললিতা। তার এই প্রাসাদের মালিকানার অন্যতম দাবিদার ছায়াসঙ্গী শশিকলা নটরাজন। আইনত এই বাড়ির মালিকানা দাবি করতে পারেন জয়ার ভাইঝি দীপা জয়কুমার ও দাদা দীপকও।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মারুদর গোপালন রামাচন্দ্রনের (এমজিআর) হাত ধরে রাজনীতিতে এসেছিলেন জয়ললিতা। এমজিআরকে গুরু মানতেন জয়ললিতা। ১৯৮৭ সালে মৃত্যুর পর এমজিআরের বাড়ির মালিকানা নিয়ে গোলমাল শুরু হয়। জয়ললিতার বাড়ি নিয়ে সেরকম গোলমাল শুরু হয় কী না সেটাই এখন দেখার বিষয়।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা