ভারতের বাজারে নতুন ১০০ টাকার নোট আসবে বলে জানা গেছে। রিজার্ভ ব্যাংক সূত্রে খবর, খুব শীঘ্রই মহাত্মা গান্ধীর ২০০৫ সিরিজে নতুন নোট নিয়ে আসা হচ্ছে। এখন বাজারে যে নোট আছে, তা ওই সিরিজেরই। পুরনো ১০০ টাকার নোটে থাকা সিরিয়াল নম্বরের ইনসেটের লেটার থাকবে না নতুন নোটে। খবর আনন্দবাজার পত্রিকার।
নতুন নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষর থাকবে। তবে বাজারে নতুন নোট না আসা পর্যন্ত পুরনো ১০০ চলবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক। গত ৮ নভেম্বর নরেন্দ্র মোদি কালো টাকার উপর সার্জিক্যাল স্ট্রাইক ঘোষণা করার পর প্রায় ৪০০ বেশি কেস তদন্ত করে দেখছে আয়কর দফতর। ১৩০ কোটি নগদ টাকা এবং গহনা বাজেয়াপ্ত করা হয়েছে। ৫০০ এবং ১০০০ টাকা নোট বাতিলের পর ২ হাজার কোটি টাকা হিসাব বহির্ভূত অর্থ জমা পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ