ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর শোকে দেশটির হাজারো ভক্ত মাথা মুড়িয়ে ফেলছেন। জানা যায়, ‘আম্মা’ বা মা বলে অভিহিত জয়ললিতার মৃত্যুর শোকে তার হাজারো ভক্ত অবলীলায় নিজেদের মাথা মুড়িয়ে নিচ্ছেন। মূলত হিন্দু সংস্কৃতিতে যেটি পিণ্ডিদান বলেই পরিচিত। সাধারণত হিন্দু ধর্মের অনুসারীরা তাদের মা বা বাবার মৃত্যুতে মাথা মুড়িয়ে থাকেন।
পরপর ছয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়া ভারতের জনপ্রিয় এই নেত্রী গত সোমবার রাতে চির নিদ্রায় শায়িত হন। মঙ্গলবার তার শেষকৃত্যানুষ্ঠানে হাজারো মানুষের ঢল নামে। তার মৃত্যুতে দেশটির তামিলনাড়ুতে ভক্তদের মধ্যে এখনো শোকের পরিবেশ বিরাজ করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার