১৩ ডিসেম্বর, ২০১৬ ০৫:৪০

ভারতের পর এবার ভেনেজুয়েলায় নোট বাতিলের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

ভারতের পর এবার ভেনেজুয়েলায় নোট বাতিলের সিদ্ধান্ত

ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মত নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব ১০০ বলিভারের নোট বাতিল করার ঘোষণা দিয়েছেন তিনি।

১০০ বলিভারের নোট বদলে, তা কয়েনে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দীর্ঘদিন ধরে চলে আসা অর্থনৈতিক সঙ্কটের জেরে ভেনেজুয়েলার বলিভার-এর মূল্য আন্তর্জাতিক স্তরে অনেক কমে গেছে। মুদ্রাস্ফীতির বিচারে বিশ্বের শীর্ষে থাকা (বছর শেষে ৪৭৫% মুদ্রাস্ফীতির আশঙ্কা IMF-র) দেশের অর্থনীতির উদ্ধারে এবার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো।

প্রেসিডেন্টের মতে, সরকারি ভর্তুকির খাবার পাচার হয়ে সীমান্তে পেরিয়ে কলোম্বিয়াতে চলে যাচ্ছে। এবং সেখানে ওই খাবার বেশি দামে ব্যবহার করছে দুষ্কৃতীরা। এর জেরে ভেনিজুয়েলার খাদ্য সঙ্কটের কোনো পরিবর্তন হচ্ছে না। পাশাপাশি জাল নোট বানিয়ে তা দেশে ছড়িয়ে দিচ্ছে ব্রাজিল ও কলোম্বিয়ার মাফিয়ারা। এবার নোট বাতিলের মাধ্যমে তা রুখতে সক্রিয় হয়েছেন প্রেসিডেন্ট।

দেশটিতে সর্বাধিক ব্যবহৃত ১০০ বলিভারের নোট বাতিল হয়ে গেলে, পাচারকারীরা তা বদলানোর সুযোগ পাবে না। অচল নোট হাতে থাকলে তাদের গ্রেফতার করতেও সুবিধা হবে। পাশাপাশি এর ফলে ভর্তুকিযুক্ত খাদ্য পাচার রুখে দেশের চলতি খাদ্যসঙ্কট মেটানো যাবে বলে আশা নিকোলাস মাদুরোর। 
 

বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর