১৩ ডিসেম্বর, ২০১৬ ০৯:৪২

হিজাব না পরা ছবি পোস্ট দেওয়ায় তরুণী গ্রেফতার

অনলাইন ডেস্ক

হিজাব না পরা ছবি পোস্ট দেওয়ায় তরুণী গ্রেফতার

হিজাব না পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় ২০ বছর বয়সী এক তরুণী গ্রেফতার হয়েছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে এ ঘটনা ঘটে।

রিয়াদ পুলিশের মুখপাত্র ফাওয়াজ আল মৈমাম জানিয়েছেন, ‘‌হিজাব না পরে ছবি তুলে অপরাধ করেছেন ওই তরুণী। পরে ছবিটি টুইটারেও পোস্ট করেন তিনি। এছাড়া একাধিক পুরুষের সঙ্গে নিজের সম্পর্কের কথাও খোলাখুলি বলতেন। যা ইসলাম ও সৌদি আইনের বিরুদ্ধে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।’‌

নিয়ম–কানুন মেনে না চললে এরকম শাস্তি পেতে হবে বলে সাধারণ মানুষকে হুঁশিয়ারিও দিয়েছেন ফাওয়াজ আল মৈমাম।

সৌদি পুলিশ ওই তরুণীর নাম–পরিচয় না জানালেও, বেশ কিছু ওয়েবসাইট তাকে মালাক আল শেহরি বলে চিহ্নিত করেছে।

গত মাসে রিয়াদের একটি জনপ্রিয় ক্যাফের বাইরে হিজাব ছাড়া ওই ছবিটি তুলেছিলেন তিনি। ছবিটি টুইটারে পোস্ট করায় কম হেনস্থা পোহাতে হয়নি তাকে। সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে বাজে মন্তব্য করেন বেশ কিছু মানুষ।

বিডি প্রতিদিন/ ১৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর