ভারতের তালতলা থানার অফিসার-কর্মীরা রাত সাড়ে ৯টার দিকে দিনের কাজকর্ম খুঁটিয়ে দেখছিলেন। হঠাৎ ঢুকে পড়া এক প্রৌঢ়ের কথা শুনে চমকে উঠলেন তারা। প্রৌঢ় ব্যক্তি পুলিশকে জানান, আমার স্ত্রীকে নিজের হাতেই গলা টিপে খুন করেছি। অশোক দত্ত (৫৮) নামে ওই ব্যক্তিকে নিয়েই পুলিশ দ্রুত তার ডক্টর্স লেনের বাড়িতে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখল, ঘরের ভেতর পড়ে আছে এক গৃহবধূর লাশ।
এলাকাবাসী জানান, নিঃসন্তান এই দম্পতি ডক্টর্স লেনের দীর্ঘদিনের বাসিন্দা। ওই দম্পতির মধ্যে মোটেই বনিবনা ছিল না। প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। গতকাল সারা দিন তারা অশোককে দেখতে পাননি। তার দোকানটাও বন্ধ ছিল। রাত সাড়ে ৮টা নাগাদ অশোক বিধ্বস্ত অবস্থায় এসে প্রতিবেশীদের জানান, তিনি তার স্ত্রী মালাদেবীকে খুন করে নিজে বিষ খেয়েছেন। প্রতিবেশীরা যেন তাকে থানায় নিয়ে যান। তবে কেউ তাকে নিয়ে থানায় যেতে চাননি। পরে অশোক একাই যান থানায়। ঘটনার পর দেশটির পুলিশ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার