ঘূর্ণিঝড় ভারদার দাপটে তছনছ চেন্নাই। এখনও পর্যন্ত ঝড়ের দাপটে দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘরছাড়া প্রায় দশ হাজার মানুষ।
সোমবার দুপুরে আছড়ে পড়ে প্রবল ঘূর্ণিঝড়। ঝড়ের দাপটে উপড়ে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি। ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি। আগেই উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মানুষজনকে। আগে থেকেই তৎপর ছিল প্রশাসন।
সেনা, নৌ সেনা, উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি তৈরি ছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। আর এর জেরেই সম্ভবত বড়সড় অঘটন এড়ানো সম্ভব হল। তবে, এখন লড়াইটা শুরু পরিস্থিতি স্বাভাবিক করার। উপড়ে পড়া গাছ সরিয়ে খুলে দেওয়া হচ্ছে রাস্তা। বহু জায়গা এখনও বিদ্যুতহীন হয়ে রয়েছে।