হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো সপরিবারে বড়দিন উদযাপন করবেন বারাক ওবামা। এরইমধ্যে অতিথিদের জন্য নিমন্ত্রণ পত্রও ছাপা হেয়ে গেছে। কার্ডে তাদের সুখী পরিবারের একটি ছবিও দেয়া আছে। যেখানে আছেন ওবামার স্ত্রী মিশেল, মেয়ে মালিয়া ও সাশা।
ওবামা, মিশেল, মালিয়া ও সাশা স্বাক্ষরিত কার্ডটিতে লেখা রয়েছে, আমরা হোয়াউট হাউসে অনেকগুলো সুন্দর বছর কাটিয়েছি। অনেক ভালোবাসা পেয়েছি, অনেক আনন্দ পেয়েছি। তাই সব বন্ধুর কাছে আমরা কৃতজ্ঞ।
তবে কার্ডটির সমালোচনাও করেছেন আমেরিকা ও আমেরিকার বাইরের কয়েকটি সংবাদমাধ্যম। কারণ, কার্ডটি বড় দিন উপলক্ষ্যে ছাপা হলেও তাতে বড়দিন সম্পর্কে এক শব্দও লেখা হয়নি।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা