ফিলিপাইনে ঘোষিত 'মাদক যুদ্ধে' গত জুলাই থেকে এ পর্যন্ত পাঁচ হাজার ৯০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির পুলিশ বিভাগ কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যানে এ খবর প্রকাশিত হয়েছে।
সিএনএন জানায়, চলতি বছরের ১ জুলাই থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চালানো বিভিন্ন অভিযানে এসব মানুষের মৃত্যু হয়। পাঁচ হাজার ৯০০ এর নিহত ব্যক্তির মধ্যে দুই হাজার ৮৬ মানুষের মৃত্যু হয়েছে পুলিশের অপারেশনে। নিহতদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীও রয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এ বছরের জুনে মাদক ব্যবসা, গ্রহণের সঙ্গে জড়িতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ওই যুদ্ধেই এসব মানুষের মৃত্যু হয়েছে। মাদকের সঙ্গে জড়িত থাকার অপরাধে পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা