ভয়াবহ অর্থনৈতিক সংকট এড়াতে নোট বাতিলের পর এবার সীমান্তও বন্ধ করল ভেনেজুয়েলা। কলম্বিয়ার সঙ্গে ৭২ ঘন্টার জন্য সীমান্ত বন্ধ করেছে দেশটি। সিএনএন জানায়, সোমবার রাতে ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সীমান্ত বন্ধের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, একটি চক্র ভেনেজুয়েলার টাকা (বলিভার) কলম্বিয়ায় পাচার করছে।
মুদ্রাস্ফীতি ঠেকাতে ভেনেজুয়েলার সব ১০০ বলিভারের নোট বুধবারের মধ্যে কয়েনে রূপান্তর করা হবে। সরকারের প্রত্যাশা, এতে খাদ্য পাচার বন্ধ হবে আর খাবারের সংকট নিয়ন্ত্রণ করা যাবে। দেশটিতে খাবার সংকটের কারণে সরকার খাদ্য দ্রব্যে ভর্তুকি দিয়ে আসছে। ভেনেজুয়েলার সেই ভর্তুকি দেওয়া খাবার বেশি দামে সীমান্ত পার হয়ে পাচারকারীরা কলম্বিয়ায় বিক্রি করছে।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা