সিরিয়ায় প্রতিদিনই বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে, লাখ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। কিন্তু নিজ দেশ থেকে পালিয়েও হয়রানির শিকার হচ্ছেন তারা। আশ্রয়ের খোঁজে সাগর পাড়ি দিতে গিয়ে শত শত সিরীয় নাগরিকের সলিল সমাধি হচ্ছে। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য (চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও আমেরিকা) এ নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না।
সিরিয়ার অবস্থা ক্রমেই অবণতির দিকে যাচ্ছে। সরকার বাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে যে প্রাণহানি হচ্ছে, তাকে অনেকে গণহত্যা বলে সম্বোধন করেছেন। এই অবস্থায় জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি অধিবেশন আহ্বান করার অনুরোধ জানিয়েছে সৌদি আরব।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৯৩। সৌদি বাদশাহ সালমান সোমবার সাধারণ পরিষেদর জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানান। যাতে চলমান সিরীয় সংকট মোকাবেলা করে শান্তি প্রতিষ্ঠা এবং দেশটির বেসামরিক মানুষকে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেয়া সম্ভব হয়।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ফারজানা