সিরিয়ার আলেপ্পো শহরে প্রবেশের পর নারী ও শিশুসহ ৮২ জন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে সরকার সমর্থিত বাহিনী। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস জানায়, তাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে, সরকার সমর্থিত বাহিনী ৮২ জন গুলি করে হত্যা করেছে। খবর বিবিসির।
প্রায় চার বছর ধরে আলেপ্পোর পূর্ব অংশ দখলে রাখার পর গত সপ্তাহে শহরের একটি বড় অংশ সরকারি বাহিনীর হাতে চলে যায়। যদিও বিদ্রোহীরা এখনো পূর্ব আলেপ্পোর কিছু অংশ দখল করে রেখেছে। আর এই অংশে আটকা পড়ে আছে কয়েক হাজার বেসামরিক নাগরিক। সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র রাশিয়া ওই অঞ্চলে টানা বোমা বর্ষণ করে চলছে।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘরে মানবাধিকার বিষয়ক অফিসের মুখপাত্র রুপার্ট কোলভিল জানান, সরকারি বাহিনীর গুলিতে নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১৩ শিশু রয়েছে। সোমবার সন্ধ্যায় পাওয়া রিপোর্টে অনেক মানুষের লাশ রাস্তার ওপর পড়ে রয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/মাহবুব