মণিপুরের লৌহ মানবী ইরম শর্মিলা চানুর জীবন নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। এ তথ্যচিত্রে উঠে এসেছে মণিপুরী কন্যার জীবন সংগ্রাম। শর্মিলা চানু সেই মানুষ যিনি মণিপুরের সেনাবাহিনীর মোতায়েনের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
একটানা ১৬ বছর অনশন করেছিলেন ইরম শর্মিলা। পরিচালকের ইচ্ছে ছিল মণিপুরি কন্যাকে নিয়ে আস্ত একটি ছবি বানানোর। তবে বাঁধ সেধেছেন শর্মিলা নিজেই। পূর্ণাঙ্গ ছবি করার অনুমতি দেননি তিনি।
বর্তমানে রাজনীতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইরম শর্মিলা। তার দলের নাম পিপল'স রিসারজেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (পিআরজেএ)।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/ফারজানা