এ বছর বিশ্বব্যাপী ২৫৯ জন সাংবাদিককে কারাগারে বন্দী করা হয়েছে। মঙ্গলবার নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-সিপিজে তাদের এক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সংস্থার হাতে গ্রেফতার হওয়া সাংবাদিকদের সংখ্যা উঠে এসেছে। এছাড়া প্রতিবেদনে সাংবাদিক নির্যাতনের ঘটনা ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পরবর্তী সময়ে তুরস্কে সবচেয়ে বেশি হচ্ছে বলে জানানো হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তুরস্কে এ পর্যন্ত ৮১ জন সাংবাদিককে বন্দী করা হয়েছে।
এছাড়াও পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে চীন। ১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে ৩৮ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়।
সিপিজের হিসাবে গত বছর এই সময়ে বিশ্বজুড়ে ১৯৯ জন সাংবাদিককে কারাবন্দী করা হয়েছিল। ১৯৯০ সাল থেকে তারা এই তথ্য সংগ্রহ করছেন। এর মধ্যে এবারই কারান্তরীণ সাংবাদিকের সংখ্যা সবচেয়ে বেশি।
বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৬/হিমেল