জাপানের পশ্চিম উপকূলে নৌকা ডুবে ৯ জেলে নিখোঁজ হয়েছেন। আজ বুধবার কোস্টগার্ড সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
৭৬ টন মাছধরার নৌযান দাইফুকুমারু স্থানীয় সময় ৫টা ২০ মিনিটে (গ্রিনিচ মন সময় মঙ্গলবার ২০২০) শিমানে এলাকার উপকূলের কাছে ডুবে যায়।
জাপানের কোস্টগার্ডের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, এই ঘটনায় নৌকার ৯ আরোহীর সকলেই নিখোঁজ রয়েছেন।
কোস্টগার্ডের অপর মুখপাত্র বলেন, নিখোঁজ ক্রু সদস্যদের আট জন জাপানি ও একজন ইন্দোনেশিয়ার নাগরিক।
বিডি প্রতিদিন/ ১৪ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম