চীনের উত্তরাঞ্চলীয় শানডং প্রদেশের একটি কারখানায় মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু ও চারজন আহত হয়েছে। আজ বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।
নগরীর প্রচার দফতর জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে হাইয়াং নগরীর একটি ইলেক্ট্রনিক কোম্পানিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। রাত ১১ টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/ ১৪ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম