তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুকে কেন্দ্র করে যে জটিলতা সৃষ্টি হয়েছে, তার জেরেই এবার সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আম্মার মৃত্যু রহস্য ফাঁস করতে সিবিআই তদন্ত দাবি করা হয়েছে। সম্প্রতি চেন্নাইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা এই মামলা দায়ের করেছে বলে জানা গেছে। খবর সংবাদ প্রতিদিনের।
আম্মার মৃত্যুর পর থেকেই তার মৃত্যুকে ঘিরে নানা ধরনের জল্পনা চলছে। চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে জয়ললিতা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু হাসপাতালের অভ্যন্তরে ঠিক কীভাবে ছিলেন তিনি, ঠিক কী ছিল চিকিৎসা পদ্ধতি – এসব প্রশ্নের উত্তর জানা যায়নি। এখানেই থেমে নেই বিষয়টি। জানা গেছে, আম্মা যে কেবিনে ভর্তি ছিলেন, সেখানে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা। তাই গত আড়াই মাসে আম্মার শারীরিক অবস্থা ঠিক কেমন ছিল তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
বিডি-প্রতিদিন/ ১৪ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ