সম্প্রতি একদল বিজ্ঞানী এথেন্সের উত্তর দিকে এক প্রাচীন শহরের সন্ধান পেয়েছেন। সুইডেনের গোন্থেনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা ২০১৬-র মার্চ মাসে প্রথম সন্ধান পায় প্রাচীন এই শহরের। সদ্য আবিষ্কৃত শহরটি ২৫০০ বছরের পুরনো বলে মনে করা হচ্ছে। তবে এটি উন্নতমানের একটি গ্রাম।
গত মঙ্গলবার এক সরকারি বার্তায় জানানো হয়, প্রাচীন এই শহরটির কথা। গোন্থেনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের পিএইচডির ছাত্র রবিন রনলাউন্ড জানান, গ্রিসের এই প্রাচীন শহরের আবিষ্কার আমাদের পুরনো ইতিহাস জানতে অনেক সাহায্য করবে। প্রাচীন এই শহরটি ৪০ হেক্টর এলাকা নিয়ে তৈরী। গোটা শহরটি পরিকল্পনা করেই তৈরী করা হয়েছিল বলেই মনে হয়।’
জানা যায়, শহরে ব্যবহৃত প্রাচীন মাটির জিনিসপত্র ও মুদ্রা পাওয়াতে কতো দিনের পুরনো সভ্যতা তা জানতে সাহায্য করেছে বিজ্ঞানীদের। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রন লাউন্ডের দাবি, এটাই সব থেকে পুরনো শহর এখনো পর্যন্ত যা আমরা আবিষ্কার করেছি। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন, এই শহর আবিষ্কারের ফলে গ্রিসের অনেক প্রাচীন ইতিহাসের পাশাপাশি পৃথিবীর পুরনো সভ্যতার অনেক তথ্যও পাওয়া যাবে। সূত্র: আজকাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার