আমেরিকান সাময়িকী ফোর্বস ২০১৬ সালের বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ৭৪ জনের একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নয় নম্বরে রয়েছেন প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ফোর্বস সাময়িকী বলছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দেশটির ১৩০ কোটি মানুষের কাছে খুবই জনপ্রিয়। মোদি বৈশ্বিক নেতা হিসেবে চলতি বছর আবির্ভাব ঘটে। এছাড়া জলবায়ু পরিবর্তন ঠেকাতে আন্তর্জাতিক প্রচেষ্টার মূল ফিগার হয়ে উঠেন তিনি।
তালিকায় টানা চতুর্থ বারের মতো শীর্ষে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব