ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আর নয় দিন পরেই। কিন্তু তাকে নিয়ে নির্বাচনে আগে যে কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছিল তা এখনো থামছে না। গোল্ডেন গ্লোবে ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছিলেন মেরিল স্ট্রিপ। অভিবাসী তাড়ানোসহ আরও নানা বিষয়ে ট্রাম্পের নেয়া অবস্থান নিয়ে সমালোচনা করেন হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
ট্রাম্পও সেই সমালোচনা সহ্য করেননি। সঙ্গে সঙ্গে টুইটারে দিয়েছেন জবাব। ট্রাম্প বলেন, যোগ্যতার চেয়ে মেরিল স্ট্রিপকে নাকি মানুষ একটু বেশিই দাম দিয়ে থাকে। হলিউডে মেরিল স্ট্রিপকে অতি মূল্যায়ন করা হয়।
এর জবাবে মেরিল স্ট্রিপের প্রতিক্রিয়া জানা যায়নি। তবে উত্তরটা দিয়েছেন হলিউডের আরেক প্রভাবশালী অভিনেতা জর্জ ক্লুনি। মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় নিয়ে প্রশ্ন তুলে ক্লুনি বলেন, আমার মনে হয় না, উনি দেশ চালানোর যোগ্য। এখন আমাদের আশা করতে হবে, ট্রাম্প সবকিছু ধ্বংস করবেন না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে খারাপ কিছু হলে, অন্যান্য ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। জেফারসন, লিঙ্কন, রুজভেল্ট এবং কেনেডির পর জর্জ বুশের সময় আমেরিকার কপাল খারাপ হয়েছিল। মনে হচ্ছে, ফের একবার তা হতে পারে।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/ফারজানা