আফগানিস্তানের কান্দাহারে একটি অতিথিশালায় বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটে। বিস্ফোরণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত ও কান্দাহারের গভর্নর হুমায়ুন আজিজিসহ আহত হয়েছেন ১৪ জন। রাষ্ট্রীয় এই অতিথিশালায় উচ্চ-পর্যায়ের বৈঠক চলাকালীন বিস্ফোরণ ঘটে। খবর সিএনএন ও বিবিসির।
মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট এলাকা ও হেলমান্দের একটি অতিথিশালাতেও বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পার্লামেন্ট এলাকায় জোড়া বিস্ফোরণে ৩০ জনের বেশি মানুষ নিহত এবং ৭০ জনের বেশি আহত হন। হেলমান্দে চালানো হামলায় সাত আফগান নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে দুই সামরিক কর্মকর্তাও রয়েছেন।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/ফারজানা