আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে গত মঙ্গলবার বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পাঁচ কূটনীতিক নিহত হয়েছেন। তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতও রয়েছেন। বুধবার ইউএই এর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিইএএম এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নিহতদের শোকে সংযুক্ত আরব আমিরাতজুড়ে তিন দিন রাষ্ট্রীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।
খবরে জানানো হয়েছে, ওই পাঁচজন মানবাধিকার, শিক্ষা ও উন্নয়ন কাজে নিয়েজিত ছিলেন।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিস্ফোরণে অন্তত ১১ নিহত হয়েছেন এবং ১৭ জন আহত হয়েছেন। সূত্র: আলজাজিরা
বিডি-প্রতিদিন/এস আহমেদ