নিরাপত্তার চাঁদরে ঢাকা হচ্ছে কলকাতা। সড়কে দু’শ’ মিটার পর পর বসানো হচ্ছে গোপন ক্যামেরা। কলকাতার প্রায় চার হাজার কিলোমিটার রাস্তা ‘ক্যামেরা জালে’ মোড়ানো হবে, যা আগামী কয়েক মাসের মধ্যে কার্যকর হবে।
ধর্ষণসহ নানা অপরাধ দমনে এ উদ্যোগ নিয়েছে পুলিশ। ক্যামেরাগুলো নারীর সুরক্ষার সঙ্গে সঙ্গে বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাতে অফিসের গাড়িতে বাড়ি ফেরার বিষয়েও কিছু প্রস্তাব দিয়েছে কলকাতা পুলিশ। নোটিশ জারি না করা হলেও বলা হয়েছে, নারী কর্মীদের যেন বাড়িতে পৌঁছে দেওয়া হয়। শুধু কর্মক্ষেত্র নয়, মেয়েদের বিদ্যালয়ের ক্ষেত্রেও নারী নিরাপত্তারক্ষী মোতায়েন করার কথা বলা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, যদিও শহরে রাতভর টহল দেয় কলকাতা পুলিশ, তারপরও অপরাধের ঘটনা্ ঘটেই যাচ্ছে। সব জায়গায় তাৎক্ষণিকভাবে হাজির হওয়া পুলিশের পক্ষে সম্ভব না। তাই সিসি ক্যামেরাগুলো বসানো হচ্ছে। এগুলো থাকলে সার্বক্ষণিক পর্যবেক্ষণই নয়, অপরাধীরাও অপরাধ করতে ভয় পাবে।
পুলিশের এ পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন কলকাতার নাগরিক সমাজ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ