বিজেপি নয়, সুদিন আনতে পারে একমাত্র কংগ্রেস। বুধবার এই দাবি করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। নোট বাতিল ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, বিজেপি দেশে যে সুদিন আনার প্রতিশ্রুতি দিয়েছিল তা কোনোদিনই পূরণ হবে না। ২০১৯ সালের লোকসভার ভোটে কংগ্রেস ক্ষমতায় ফেরার পর দেশে সুদিন আসবে।
এদিন দিল্লির তালকোটরা স্টেডিয়ামে আয়োজিত 'জন বেদনা সম্মেলনে' উপস্থিত কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে করে রাহুল গান্ধী বলেন, দেশের মানুষের প্রশ্ন, সুদিন আর কবে আসবে। আমি তাদের বলবো ২০১৯ সালের ভোটে কংগ্রেস ক্ষমতায় এলেই দেশে সুদিন আসা সম্ভব।
নোট বাতিলকে দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত বলেও উল্লেখ্য করেন রাহুল। মোদি ও বিজেপির বিরুদ্ধে বিচারব্যবস্থা থেকে শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক, নির্বাচন কমিশনসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ তুলে রাহুল বলেন, আমরা বলতে চাই না যে, গত ৭০ বছর ধরে আমরা কি করেছি, আর কি করতে পারি নি।...কিন্তু গত আড়াই বছরে মোদিজি যে ক্ষতি করেছে, যেটা আমরা গত ৭০ বছরেও করিনি। দেশের সব প্রতিষ্ঠানগুলিকে যেমন রিজার্ভ ব্যাঙ্ক, এটাকে একেবারে উপহাসের বিষয়বস্তু বানিয়ে তুলেছেন মোদিজি। নোট বাতিলের সিদ্ধান্তটা মোদিজি নিজেই নিয়েছিলেন। আর তা চাপিয়ে দেয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ওপর।
রাহুলের অভিমত, মোদিই হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি গোটা বিশ্বের কাছে উপহাসের বিষয় হয়ে উঠেছেন। তিনি এখন স্বচ্ছ ভারত থেকে সার্জিক্যাল স্ট্রাইক, সেখান থেকে ডিমনিটাইজেশনে লাফিয়ে বেড়াচ্ছেন।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/ফারজান