আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী কান্দাহারে বোমা হামলায় নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পাঁচ কর্মকর্তা রয়েছেন। আজ বুধবার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ কথা জানিয়েছে।
সংবাদ সংস্থাটি আরও জানায়, ‘এসব কর্মকর্তা মানবিক, শিক্ষা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের একটি মিশনে কাজ করছিল।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।
কান্দাহারের প্রাদেশিক গভর্নরের কার্যালয়ে মঙ্গলবারের এই হামলার সময়ে ইউএই’র একটি প্রতিনিধি দল সেখানে পরিদর্শন করছিল।
মঙ্গলবার আফগানিস্তানের তিনটি নগরীতে ভয়াবহ বোমা হামলায় প্রায় অর্ধশত লোক নিহত ও ১শ’ জন আহত হয়।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম