ক্রমাগত জঙ্গি হামলা রুখতে যখন অস্ত্র আইন কড়া করছে ইউরোপের বেশ কিছু দেশ, তখন চেক প্রজাতন্ত্রে দেশবাসীর কাছে প্রেসিডেন্টের বক্তব্য, 'সবাই হাতে বন্দুক রাখুন। জঙ্গিরা আক্রমণ করলেই ব্যবহার করবেন।'
দেশের নাগরিকদের কাছে চেক প্রেসিডেন্ট মাইলোস জেম্যানের অনুরোধ, সব নাগরিককে সশস্ত্র থাকতে হবে। হাতে বন্দুক রাখুন। কারণ, হঠাত্ জঙ্গি হামলা হলে ব্যবহার করতে পারবেন। তার কথায়, 'মুসলিম জঙ্গিরা ভয়াবহ হামলার ছক কষছে। মানুষকে প্রস্তুত থাকতে হবে।'
এদিকে, প্রেসিডেন্টের এমন আহ্বানের পরই চেক প্রজাতন্ত্রে বেড়ে গেছে অস্ত্র বিক্রি। দলে দলে মানুষ বন্দুক কিনছেন। প্রসঙ্গত, চেক প্রজাতন্ত্রের মোট জনসংখ্যা ১ কোটি, তার মধ্যে মুসলিম জনসংখ্যা কম বেশি ৪ হাজার।
সূত্র: এই সময়।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/মাহবুব