সাহারা ও বিড়লা ডায়েরি মামলায় স্বস্তি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত মাসেই গুজরাটের মেহসনায় একলটি জনসভা থেকে মোদির বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ এনেছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। আয়কর দফতরের নথি পেশ করে রাহুল অভিযোগ করেন ২০১৩-১৪ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদি কয়েক দফায় সাহারা ও বিড়লা গোষ্ঠীর কাছ থেকে কয়েক কোটি রুপি নিয়েছিলেন। ওই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান রাহুল।
সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় তদন্তের আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। শীর্ষ আদালতের কাছে আইনজীবী প্রশান্ত ভূষণ আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ তদন্তকারী দল প্রধানমন্ত্রী বিরুদ্ধে ঘুষ নেওয়ার তদন্ত করুক। কিন্তু শীর্ষ আদালত তার সেই আর্জি খারিজ করে দিয়ে জানায়, শুধুমাত্র আয়কর দফতরের নথির ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোন তদন্তের নির্দেশ দেওয়া যায় না। তদন্ত করার জন্য এই নথি যথেষ্ট প্রমাণ হিসাবে দেখানো যায় না। তাছাড়া শুধুমাত্র এই নথিকে বৈধ প্রমাণ হিসাবে ধরে নেওয়া হয় কিংবা এই নথির ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয় তবে আইনি প্রক্রিয়াকে ভবিষ্যতে কোন উদ্যেশ্যে অপব্যবহার করা হতে পারে।
বিডি-প্রতিদিন/১১ জানুয়ারি, ২০১৭/মাহবুব