নোট বাতিল নিয়ে ভারতের কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দফতরের সামনে বিক্ষোভ কার্যত সিবিআই বিরোধী আন্দোলনে পরিণত হয়। আর সেখানে নোট বাতিল বিতর্কে চরম আক্রমণ প্রধানমন্ত্রীকে। এ দিন নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে 'ইঁদুরের বাচ্চা'র সঙ্গে তুলনা করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
অতীতেও অনেক 'কুকথা'র জন্য সামলোচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের এই আইনজীবী সাংসদ। এ বার পুরনো সব নজিরকে ছাপিয়ে গেলেন কল্যাণ।
এ দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও এই বিক্ষোভে অংশ নেন। তিনিও কড়া ভাষায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। সেই মঞ্চ থেকেই 'কুকথা' শোনালেন কল্যাণ। তিনি বলেন, দলের সব সাংসদকে গ্রেফতার করলেও তৃণমূল কংগ্রেসের আন্দোলন বন্ধ করা যাবে না। আর পরের নির্বাচনে নরেন্দ্র মোদিকে দিল্লি থেকে 'ইঁদুরের বাচ্চার মতো' গুজরাটে চলে যেতে হবে।
এই মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির পক্ষে কল্যাণের বিরুদ্ধে মানহানীর মামলা করার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, এই মন্তব্য থেকে ওনার রুচির পরিচয় পাওয়া গেছে।