ভারতের পাঞ্জাবের লাম্বি অঞ্চলের রাত্তা খেরা গ্রামে বুধবার বিকালে একটি র্যালী উদ্বোধনের সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের ওপর জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে গুর্বাচন সিং (৪০) নামে এক ব্যক্তি জড়িত। তিনি প্রভাবশালী এক শিখ নেতার ভাই বলে জানিয়েছে দেশটির পুলিশ।
জানা যায়, এ ঘটনার কিছুদিন আগে নিজ নির্বাচনী এলকায় পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী সুখবির সিং যাদবের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, গুর্বাচনের নিক্ষেপ করা জুতা প্রথমে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাদানকারী এক ব্যক্তির গায়ে লাগে। পরে তা মুখ্যমন্ত্রীর পাগড়িতে গিয়ে পড়ে।
তবে দেশটির পুলিশ কর্মকর্তা ধ্রুমান এইচ নিম্বার জানান, এ ঘটনায় মুখ্যমন্ত্রীর শরীরে আঘাত লাগেনি এবং তিনি আহত হননি। ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলায় দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার