স্পেনের অ্যাস লাগোস প্রদেশে ব্যস্ত বাজারের বুধবার হামলা চালিয়েছে এক বন্দুকধারী। ভিড়ের মধ্যে উদ্দেশ্যহীনভাবে গুলি চালাতে ওই হামলাকারী।গ্যাসোলিন এবং গান পাউডার নিয়ে ব্যস্ত মার্সাডোনা বাজারে ঢুকে যায় ওই হামলাকারী। ভিড়ে পূর্ণ বাজারে হঠাৎ গুলি ছুঁড়তে থাকে সে। সহসা এই ধরণের ঘটনায় স্বভাবতোই সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলার। স্থানীয় সময় দুপুর ২টার সময় হয় এই হামলা। উক্ত ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারলোস পেরেজ নামে এক পুলিশ অফিসার এবং তার এক সহকর্মীর প্রচেষ্টায় হামলাকারীকে আটক করা সম্ভব হয়েছে। উক্ত ঘটনার হামলাকারী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার