নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে তিন সিনিয়র সহকর্মীকে খুন করলেন এক ভাতীয় সেনা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্য এক সহকর্মী।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে ঔরঙ্গাবাদের নবিনগর পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনপিজিসি) চত্ত্বরে। সেসময় ওই প্রকল্পে নিরাপত্তার দায়িত্বে ছিলেন শিল্প নিরাপত্তা বাহিনীর সেনা (সিআইএসএফ)। প্রথম শিফটিং’এর কাজ শেষ করে দ্বিতীয় শিফটিং’এর কাজ শুরুর মুখেই আচমকা গুলি চালানোর ঘটনাটি ঘটে।
সিআইএসএফ’র এক সিনিয়র কর্মকর্তা জানান ‘বলবীর সিং নামে এক সেনা সুপরিকল্পিত ভাবে তার সিনিয়র কর্মীদের ওপর গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই দুই হেড কনস্টেবল নিহত হন, হাসপাতালে মৃত্যু হয় অন্য এক সাব-ইন্সপেক্টরের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্য এক হেড কনস্টেবল’।
জেলার পুলিশ সুপার সত্য প্রকাশ জানান ‘কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর না করায় মানসিক অবসাদ থেকেই অভিযুক্ত সেনা গুলি চালিয়ে থাকতে পারেন। উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা অভিযুক্ত বলবীর সিংকে আটক করা হয়েছে।