মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আট বছরের দায়িত্ব পালনকালে তার জীবনের ছোট ছোট মুহূর্ত ক্যানভাসে বন্দী করেছেন এক মার্কিন শিল্পী। ওই শিল্পীর নাম রব প্রুয়েট।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ওবামার প্রতিদিনের কর্মব্যস্ত বিভিন্ন ছবি এঁকেছেন তিনি। টানা আট বছর ধরে চলেছে তার এই শিল্পকর্ম। এর সংখ্যা তিন হাজার।
নিউইয়র্কের গেভিন ব্রাউন গ্যালারিতে তার শিল্পকর্মগুলো রাখা হয়েছে।
১০ জানুয়ারি আবেগঘন বিদায়ী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দেশের মানুষকে গণতন্ত্র রক্ষার আহ্বান জানিয়েছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন ২০ জানুয়ারি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ