ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র উপকূলীয় বাসিন্দাদের শুক্রবার অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশটিতে ব্যাপক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে তুষারপাতে সেখানকার ফ্লাইট বাতিল করা হয়।
ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার ইংল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলের জায়ইউক গ্রামের বাসিন্দাদের পরদিন সকালে অন্যত্র চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এনভায়রনমেন্ট এজেন্সি প্রাণনাশের ঝুঁকিসহ সাতটি ব্যাপক বন্যা সতর্কতা করার পর এ নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও ৬৮টি বন্যা সতর্কতা জারি করে অবিলম্বে সবাইকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কর্তৃপক্ষ যে আশ্রয় শিবিরগুলো স্থাপন করেছে স্থানীয়দের সেখানে অবস্থান করতে বা গ্রামের বাইরে না যাবার আহ্বান জানান হয়েছে।
এদিকে প্রবল তুষারপাতের কারণে হিথরো বিমানবন্দরে ৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম