কয়েকদিন আগেই ইসলামিক স্টেট (আইএস)-এর অবস্থান লক্ষ্য করে পূর্ব আফগানিস্তানের নানগড়হরে এ যাবৎকালের বৃহত্তম ‘অ-পারমাণবিক’ বোমা (এমওএবি বা মাদার অফ অল বম্ব) হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এতে ৯৬ জন উগ্রবাদী নিহত হয়। এবার ওই দানববোমার বদলা নিতেই সম্ভবত আফগানিস্তানের সেনাঘাঁটিতে হামলা চালাল তালিবান উগ্রবাদীরা।
শুক্রবার উত্তর আফগানিস্তানের মাজার–ই–শরিফে সেনাঘাঁটিতে তালিবান হামলায় ১৪০ জন সেনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৬০ জন। আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে হামলা চালানো তালেবান যোদ্ধারা ছিল সামরিক পোশাক পরা।
জানা যায়, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ‘শান্তি ফেরাতে’ এ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর কিছু সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে এ হামলার পর তাদের কেউ হতাহতদের মধ্যে আছেন কিনা, তা জানা যায়নি।
আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈনিকরা যখন নামাজের জন্য সেনা ঘাটির বাইরে বের হচ্ছিল, তখন সেনা সদস্যদের মতোই পোশাক পরে সন্ত্রাসীরা হামলা চালায়। তাদের আরেকটি দল হামলা করে ক্যান্টিনে থাকা সেনাদের উপর।
ফৌজি পোশাক পরে ১০ জন উগ্রবাদীরা সেনাঘাঁটিতে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পর পর দুটি আত্মঘাতী বিস্ফোরণও ঘটায় তারা। উগ্রবাদীরা সেনাছাউনিতে ঢুকেছে বুঝতে পেরে পাল্টা গুলি চালায় সেনারা। গুলির লড়াইয়ে সাত উগ্রবাদী নিহত হয়েছে। দু’জন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। আটক হয়েছে ১ উগ্রবাদী।
হামলার পর এক বিবৃতি দিয়ে দায় স্বীকার করে তালেবান। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, তালিবানি নেতাদের হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা। সেনাঘঁটিতে গোলাগুলি চালানোর সঙ্গেই বিস্ফোরণ ঘটিয়েছে আত্মঘাতী উগ্রবাদীরা। হামলায় কমপক্ষে ৫০০ জন হতাহত হয়েছে। উল্লেখ্য মার্কিন বোমা হামলায় নিহত হয়েছে বেশ কিছু তালিবান উগ্রবাদীও।
এর আগে গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ এমসি-১৩০ বিমানে করে জিবিইউ-৪৩ বোমা হামলা চালানো হয় বলে জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রালয়ের এক মুখপাত্র। জিবিইউ-৪৩ বোমাগুলি মার্কিন বিমানসেনাবাহিনীর কাছে MOAB (মাদার অফ অল বম্ব) নামে পরিচিত।
বড় ধরণের কোনো বিস্ফোরণ ঘটাতেই সাধারণত এই প্রকারের বোমা ব্যবহার করে মার্কিন সেনাবাহিনী। অপারমানবিক হলেও এই ধরণের বোমার প্রভাব পারমানবিক বোমার থেকে কিছু কম নয় বলে জানিয়েছেন আমেরিকার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিক ফ্র্যাঙ্কোনা।
বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৭/হিমেল