মেসিডোনিয়ার ভেলেস শহরের কাছের এক মহাসড়কে রবিবার রাতে পর্যটক ভর্তি বাস দুর্ঘটনায় এক নারী নিহত ও কমপক্ষে ২৯ জন আহত হয়েছে।
জানা গেছে, বাসটিতে ৪৪ জন যাত্রী ছিল। গ্রীসে ছুটি কাটিয়ে ফেরার পর স্কপজি থেকে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। চূড়ান্ত গন্তব্যস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ভেলেস শহর অতিক্রমের পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে মেসিডোনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত কয়েকজনের মধ্যে নয় বছরের এক শিশুও রয়েছে।
সূত্র: সিনহুয়া
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ