ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে এক হামলায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার দেশটির আইন-শৃঙ্খলার বাহিনী পক্ষে থেকে এই কথা জানানো হয়েছে।
পুলিশ বলছে, ৫০ ব্যক্তি সশস্ত্র ব্যক্তি সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে বাসিলান প্রদেশের মলুসোর ওই গ্রামে ঢুকে এবং গ্রামবাসীদের লক্ষ্য করে বেপরোয়া গুলি করে। এছাড়া তারা ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।
পুলিশ এখন পর্যন্ত হামলায় জড়িতদের সনাক্ত করতে পারেনি। এছাড়া এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায়ও স্বীকার করেনি।
বিডি প্রতিনিধি/২১ আগস্ট ২০১৭/আরাফাত