আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশের খম আব জেলা সোমবার তালেবান জঙ্গিরা দখল করে নিয়েছে। জেলা গভর্নর আহমেদ খান এ কথা জানান। খবর সিনহুয়ার।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে খান বলেন, ‘তালেবান জঙ্গিরা আজ (সোমাবর) খম আব জেলা দখল করে নিয়েছে। এখন জেলা সদরদপ্তর তাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
বিস্তারিত উল্লেখ না করে ওই কর্মকর্তা জানান, সরকারি বাহিনী এ জেলার পুনঃনিয়ন্ত্রণ নিতে পাল্টা অভিযান চালাচ্ছে।
এ প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র নাসরাতুল্লাহ জমশিদি জানান, খম আব জেলার নিয়ন্ত্রণের জন্য সংঘর্ষ চলছে।
তবে এ বিষয়ে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৭/এনায়েত করিম