ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সন্ত্রাসবাদী বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। সীমান্তে গোলাগুলির পাশাপাশি এবার ভারতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীদের মধ্যে চলছে কাদা ছোঁড়াছুড়ি।
পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ এভাবেই নরেন্দ্র মোদিকে সন্ত্রাসবাদী বলে ভারত-পাক সম্পর্কের আগুনে ঘি ঢাললেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অল্পদিন আগে জাতিসংঘে মন্তব্য করেন, পাকিস্তান জঙ্গি রফতানির সর্বশ্রেষ্ঠ কারখানা। তার জবাব দিতে গিয়ে পাক সংবাদমাধ্যমে একটি পাক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘জাতিসংঘের সাধারণ অধিবেশনে সুষমা স্বরাজ আমাদের বিরুদ্ধে সন্ত্রাস সরবরাহের অভিযোগ এনেছেন। অথচ তার দেশের প্রধানমন্ত্রীই একজন জঙ্গি, তার হাতে গুজরাটের মুসলিমদের রক্ত লেগে রয়েছে।” তার আরও সংযোজন, আরএসএস, একটা জঙ্গি সংগঠন ভারত শাসন করছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন